অক্ষয় তৃতীয়া কি? কেন পালন করা হয়? ইতিহাস, তাৎপর্য ও পূজার নিয়ম

অক্ষয় তৃতীয়াকে অনেকে আকতি বা আখা তীজও বলে , যেমন ঝাড়খণ্ডের মান্দা এক বিশেষ হিন্দু ও জৈন উৎসব। এটা প্রতি বছর আসে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে এই উৎসব হয়। ভারত , নেপাল ও ঝাড়খণ্ডের কিছু মানুষ একে ভালো দিন মনে করে। অক্ষয় মানে যা কখনো শেষ হয় না। অক্ষয় তৃতীয়া এই বিশেষ দিনে কোনো ভালো কাজ করলে তার ফল সব সময় পাওয়া যায়। তাই একে " সদা উন্নতির দিন " বলা হয়। হিন্দু পঞ্জিকা চাঁদের হিসাবে চলে , তবে তারিখ ঠিক করতে চন্দ্র মাস দেখা হয়। একটা চন্দ্র দিন মাস , পক্ষ ও তিথি দিয়ে বোঝা যায়। মাস বলার সময় দুটো নিয়ম চলে : আমন্ত ও পূর্নিমান্ত। কোনো উৎসব চাঁদের খারাপ সময়ে হলে , এই দুই নিয়মে আলাদা মাসে পড়ে কিন্তু দিনটা একই থাকে। একটা চন্দ্র বছর সূর্যের বছরের থেকে প্রায় এগারো দিন ছোট হয়। তাই অনেক হিন্দু উৎসব ইংরেজি ক্যালেন্ডারে আলাদা দিনে হয়। তখনই আমরা লাভ করতে পারি যখন ভালো কিছু করি , আর যদি খারাপ করি তবে অক্ষয...