সম্পদ কাকে বলে? শ্রেণীবিভাগ ও অর্থনৈতিক গুরুত্বসহ বিস্তারিত ব্যাখ্যা

সম্পদ হচ্ছে একটি দেশের অর্থনৈতিক মেরুদন্ড। যে দেশে যত সম্পদ মজুদ আছে অথবা সংরক্ষিত ভান্ডার হিসাবে রক্ষিত আছে সে দেশি অর্থনৈতিক ও কূটনৈতিক ভাবে তত বেশি শক্তিশালী। সম্পদ শুধুমাত্র প্রকৃতিপ্রাপ্ত থাকে না মনুষ্য সৃষ্ট সম্পদ ও তৈরী করতে দেখা যায়। তাই বলা যায়, সম্পদ হচ্ছে সম্ভাব্য সম্পদ এবং বাস্তবে যে সম্পদ বিকাশ লাভ করছে এ দুয়ের পার্থক্য। আলোচনায় সম্পদের তিনটি সমার্থক শব্দের সন্ধান পাওয়া যায় ।যথা- মজুদ , সম্পদ এবং সংরক্ষিত ভান্ডার। যা সম্পদের প্রকৃতি (Nature) হিসাবেও পরিচিত। সম্পদের অর্থনৈতিক গুরুত্বের ছবি সম্পদ বলতে কি বুঝায় - সম্পদ অটল বা সুবির নয়। সময় অনুসারে আবার স্থায়ীও নয়। আর্থ-সামাজিক পরিস্থিতির প্রেক্ষারাটে সম্পদ প্রকৃতপক্ষে গতিমান। কোন কিছুই সম্পদ হিসাবে গণ্য হয় না যতক্ষন পর্যন্ত না তার কার্য-কারিতা সৃষ্টি হয়। সাধারণ অর্থে, বস্তুর কার্যকারিতা বলতে অভাব মোচনের ক্ষমতাকে বুঝায় যা মানুষের চাহিদা পূরণে সাহায্য করে। সম্পাদ বিশারদ zimmerman (১৯৫১) এর মতে" স্বতন্ত্র বা একক বৈশিষ্ট্য...