হিন্দু বিবাহ রীতি: সম্পূর্ণ ধাপে ধাপে গাইড (বাংলায়)

হিন্দুধর্মের মধ্যে বিয়ে সামাজিক নিয়মের পাশাপাশি ধর্মীয় নিয়মকেও গুরুত্ব দেওয়া হয়। আজ আমি কিছু নিয়মের কথা বলছি আমাদের বিয়ের মাধ্যমে। যদিও এ সব নিয়ম অনেকেরই জানা আছে। হিন্দু ধর্মে বিবাহ একটা পবিত্র অনুষ্ঠান। এটা শুধু সামাজিক বা আইনগত ব্যাপার না , ধর্মীয় দিক থেকেও এর গুরুত্ব অনেক। যদিও বিবাহের নিয়ম - কানুন কিছুটা ভিন্ন হতে পারে এলাকায় বা সম্প্রদায়ে , মূল বিষয়গুলো প্রায় একই থাকে। হিন্দু বিবাহ রীতি অষ্টবিধ বিবাহ – হিন্দু ধর্মে ৮ ধরনের বিবাহরীতি হিন্দু ধর্মে মোট ৮ ধরনের বিয়ের রীতি আছে। এগুলো হল : ব্রাহ্ম , দৈব , আর্জ , প্রাজাপাত্য , আসুর , গান্ধর্ব , রাক্ষস , পৈশাচ । এগুলোর কথা মনুসংহিতায় বলা হয়েছে , কিন্তু বেশিরভাগই এখন আর প্রচলিত নয়। আজকালকার বাঙালি হিন্দু সমাজে প্রাজাপাত্য বিয়ে দেখা যায়। দেবতা প্রজাপতিকে বিয়ের দেবতা হিসাবে মানা হয় , তাই এই বিয়ের নামেরও তার নাম অনুসারে রাখা হয়েছে। এই পদ্ধতিতে বর তার পরিচিত লোকদের নিয়ে কনের বাড়িতে যায় এবং সেখানে বিয়ে করে , পরে...